তরুণের ভাবনায় বসন্ত-ভালোবাসা যুগলবন্দী

 

বর্ষপঞ্জি সংশোধনে যুগলবন্দী হয়েছে বসন্ত ও ভালোবাসা। সেই ধারাতেই ১৪ ফেব্রুয়ারি প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে উৎসবের রঙ ছড়িয়ে উদযাপিত হচ্ছে দুটো দিবস।

ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ না। এর সার্বজনীন কোনো সংজ্ঞাও নেই। পরিবেশ ও স্থানভেদে এর সংজ্ঞাও যেনো বদলে যায়। যেমনটা বলা চলে, মাত্র কয়েক বছর আগেও ভালোবাসা দিবসে সৌদিতে গোলাপ বিক্রিতে ছিলো কড়াকড়ি।

তবে ভালোবাসা দিবসের অধিকাংশ জুড়েই রয়েছে আমাদের তরুণ প্রজন্ম। জীবনের এই সময়ে থাকে চূড়ান্ত আবেগ, অনুভূতির চর্চা। আর তাই আমরা কথা বলেছি তরুণ-তরুণীদের সাথে।