‘নাম্বারটি উঠিয়ে নিন, বিপদে কাজে লাগবে’

 


দেয়ালে দেয়ালে সাঁটানো পোস্টারে লেখা, ‘নাম্বারটি উঠিয়ে নিন, বিপদে একদিন কাজে লাগবে’। সঙ্গে রয়েছে টেলিফোন নম্বরও। রাজধানীর গ্রীনরোড, পান্থপথ, ধানমন্ডি ও শ্যামলীতে একই ধরনের পোস্টার টাঙানো।

নাজমুল হুদা। গত মাছ ছয়েক আগে জাকারিয়া হাবিবকে ধার দিয়েছিলেন ১৫ হাজার টাকা। বার বার চাওয়ার পরেও টাকা ফেরত দিচ্ছিলেন না হাবিব। শেষমেশ দেয়ালে সাঁটানো পোস্টারের দিকে নজর যায় নাজমুলের। তিনি পোস্টারে উল্লেখিত নম্বরে (01877***2985) ফোন করে জানান সমস্যার কথা। ওপাশ থেকে ‘তান্ত্রিক’ তানিয়া আক্তার জানান, ৫২ ঘণ্টার মধ্যেই তিনি নাজমুলের টাকা ফিরিয়ে এনে দিবেন। এরপর খুশি হয়ে তাকে কিছু দিলেই হবে। না দিলেও সমস্যা নেই। আগে কাজ, পরে টাকা।

টাকা পেতে কী করা লাগবে, নাজমুলের এমন প্রশ্নের জবাবে ‘তান্ত্রিক’ তানিয়া জানান, যে টাকা ধার নিয়েছে তার নাম, বয়স লাগবে আর সঙ্গে সাধনার জন্য কিছু জিনিসপত্র; এরপর যা করার তা তিনিই করবেন।

কী সেই জিনিসপত্র- এমন প্রশ্নে কথিত তান্ত্রিক তানিয়া জানালেন, তিন প্যাকেট আগরবাতি, তিন প্যাকেট মোমবাতি, তিনটা ফুল (যেকোনো ফুল), ২১টি মাটির কলস। এসব পেলেই গভীর রাতে শুরু করবেন তন্ত্র-মন্ত্র।

কথিত তান্ত্রিক তানিয়া আরো জানান, এসব জিনিসপত্র দিতে চাইলে তার আস্তায় গিয়ে সরাসরি দেয়া যাবে অথবা না যেতে চাইলে বিকাশের মাধ্যমে ২২শ’ টাকা পাঠিয়ে দিলেই হবে।