প্রতারণার নতুন ফাঁদে সবাই ‘কাবু’


সাধারণ জনগণ, পুলিশ, ব্যাংকার, সাংবাদিকসহ সবাইকে রীতিমতো ‘ঘোল’ খাইয়ে ছাড়লো প্রতারক দল। নতুন এ প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। সুক্ষ্ম প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে ফোন নম্বর, ইমেইল আইডি, আইপি ঠিকানাসহ ব্যক্তিগতু অনেক তথ্য।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে ঘুম থেকে উঠে মুঠোফোনে কিছু সংবাদে চোখ বুলিয়ে নিচ্ছিলেন সংবাদকর্মী তৌফিকুর (ছদ্মনাম)। হঠাৎ গুগলের এক বিজ্ঞাপনে চাপ লাগে তার। খুলে নতুন একটি ওয়েবপেইজ। যেখানে বলা হয়, আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ বাংলাদেশ’ একটি ক্যাম্পেইন চালাচ্ছে। বিজয়ীকে দেওয়া হবে ‘আইফোন ১২’।

দারাজের লোগো দেখে বিজ্ঞাপনের পরবর্তী ধাপ অনুসরণ করেন তৌফিকুর। তিনি চক্রাকারে দেওয়া প্রতারক দলের ‘ফাঁদে’ পড়েন। দ্বিতীয় ধাপে তৌফিকুরকে জানানো হয় তিনি আইফোন ১২ পেয়েছেন। শুধুমাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই তাকে ফোনটি বুঝিয়ে দেওয়া হবে।


বিস্তারিত: প্রতারণার নতুন ফাঁদে সবাই ‘কাবু’