কামরাঙ্গীরচর লোহার ব্রিজ পেরিয়ে একটু এগোলেই ৩ তলা ভবন। ভবনের ৩য় তলার বেলকনি ঘেঁষে সাঁটানো সবুজ ব্যানার। এতে সাদা হরফে বড় লেখা- দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা।
‘হিজড়ারাও মানুষ’- এ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচরে শুরু হয়েছে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। আর এই হিজড়া, বৃহন্নলা, কিন্নরী বা তৃতীয় লিঙ্গের মানুষের বিনামূল্যে ধর্মীয় শিক্ষা এবং শিক্ষা উপকরণের দায়িত্ব নিয়েছে বীর মুক্তিযোদ্ধা মরহুম আহমদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশন।
কর্তৃপক্ষ বলছেন, একজন হিজড়াও যেন কোরআনের আলো থেকে বঞ্চিত না হন সে চেষ্টা করে যাচ্ছেন তারা।
অল্প সময়ের মধ্যেই রাজধানী পেরিয়ে মফস্বলেও তৃতীয় লিঙ্গের মাদ্রাসা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এরইমধ্যে ঢাকার বাইরের দুই জেলায় ছড়িয়েছে এ কার্যক্রম। রোজার আগেই আরো বেশ কয়েক জেলায় কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে মাদ্রাসাটির দায়িত্বে থাকা মাহমুদ আল হাসান অর্থসূচককে বলেন, আমরা গোপালঞ্জে দ্রুত আমাদের শাখা করবো। এরপর রাজশাহী, বরিশাল, চট্টগ্রামসহ আরো কয়েকটি জেলায় দ্রুত আমাদের শাখা তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশারাখি চলতি রমজানের আগেই বেশ কয়েকটি জেলায় আমাদের শাখার কার্যক্রম শুরু হবে। ঢাকার ভেতরে প্রায় ১৪ জায়গায় ইতিমধ্যে আমাদের শাখা হয়ে গেছে। এখন আমরা ঢাকার বাইরে কাজ শুরু করছি।
বিস্তারিত: প্রতি জেলায় হচ্ছে হিজড়াদের মাদ্রাসা