গোপন কথাটি আর থাকছে না ‘গোপন’

পেগাসাস

হৃদয় আলম: পক্ষীরাজ পেগাসাসকে বশে এনেছিলেন রাজা বেলেরোফোন। তিনি দেবী অ্যাথেনার মন্দিরে রাত্রিযাপন করে মনোবাসনা পূর্ণ করেছিলেন। 

দেবীর দান করা সোনার তৈরি লাগামে বশে আসে ‘পক্ষীরাজ পেগাসাস’। আর ‘স্পাইওয়্যার পেগাসাস’ দিয়ে বিভিন্ন দেশের কর্তাব্যক্তিরা বশে আনছেন প্রতিপক্ষকে। 

আড়ি পেতে থাকা এই সফটওয়্যার ফাঁস করছে গোপন সব নথি। বাদ যাচ্ছেন না সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী, অধিকারকর্মী কেউই। 

আর দেবী অ্যাথেনার মতোই পেগাসাস স্পাইওয়্যারের ক্রেতাদের তথ্য পেতে সহায়তা করে যাচ্ছে ইসরাইলি প্রতিষ্ঠান ‘এনএসও’ গ্রুপ।

এনএসও’র বিরুদ্ধে অভিযোগ সেই ২০১২ সাল থেকে। স্প্যানিশ ভাষায় প্রকাশিত পত্রিকা ল্য পিরেনসার খবরে বলা হয়েছে, পানামায় ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি রিকার্ডো মার্টিনেল্লি এটি ব্যবহার করেছিলেন। 

একই সময়ে হোয়াটসঅ্যাপ অভিযোগ করে, এনএসও’র পেগাসাস কমপক্ষে ১৫০ জনের তথ্য ফাঁস করেছে। সে সময় আলোচনায় আসে আরও একটি ইসরাইলি প্রতিষ্ঠান এমএলএম প্রটেকশন।


বিস্তারিত: https://ekattor.tv/blog/article?article_id=6525