‘মরিয়ম মান্নান’ ও দু ফোঁটা অশ্রু

 


‘Two things make women unforgettable, their tears & their perfume’

- leilanibishop

আমেরিকার ৪৬ বছর বয়সী মডেল যে দুটো জিনিসকে নারীদের জন্য ‘অবিস্মরণীয়’ বললেন তার মধ্যে প্রথমটি নিয়ে আবার গ্রিক দার্শনিক সামোসের পিথাগোরাস বলেন, ‘মেয়েদের চোখে দুই রকমের জল থাকে, একটি বেদনার অপরটি ছলনার।’

এবার মূল আলোচনায় আসা যাক, ‘মরিয়ম মান্নান’ সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পরিচিত নাম। তিনি চার বছর আগে কোটা আন্দোলনে পুলিশি হেফাজতে নিজের ওপর নির্যাতনের অভিযোগ তোলেন। সে সময় তার ভাষা ছিলো এমন- ‘আমাকে কী করছে? কেমন করে ধরছে? আমি বলবো, আমি কান্না করব- সবাই আমাকে সিম্প্যাথি (সহানুভূতি) দেখাবে!’ #ridoy_alom

সেবার তিনি সিম্প্যাথি পেয়েছেন কিনা জানি না তবে এবার পেয়েছেন। তার মায়ের জন্য অনেকে হয়তো তার সুরে সুর মিলিয়েছেন, অশ্রু ফেলেছেন।

আমাকে যদি কেউ অভিনয়ের জন্য মরিয়মকে নম্বর দিতে বলে আমি ১০/৯ দিবো। এবং আমি তাকে অবশ্যই মেধাবী বলেই সম্বোধন করবো।

যখন ইন্টারে পড়তাম; আমার এক শিক্ষক বলেছিলেন- ‘মিথ্যা বললেও এমনভাবে বলা উচিত যাতে কেউ ‘মিথ্যাকে মিথ্যা’ বলার আগেও দু’বার ভাবে।’

মরিয়ম এ বিষয়ে সফল। তিনি ও তার মা সব পূর্ব পরিকল্পনা মতোই করেছেন।

আমার দৃঢ় বিশ্বাস, মরিয়মের মা রহিমা বেগম উদ্ধারের আগ পর্যন্ত তার উপস্থাপনা এবং শব্দচয়নের কারো মনে তেমন সন্দেহ জাগেনি।

এবার একটু অন্যভাবে বিষয়টি ভাবুন। আপনার কি মনে হয়, মরিয়মের মতো ‘সুন্দর অভিনয়’ করা কুৎসিত মানুষ আমাদের সমাজে নেই? আছে। আশপাশে খোঁজ নিলেই ২-১ জন পাবেন।

নানান সময়ে নানান কারণে তাদের লক্ষ্যবস্তু হয় অজস্র নিরীহ জনতা। তাদের ক্ষেত্রে তো কোন প্রতিবাদ হয় না। হবেও না। কারণ ওই যে বা যারা ‘মিথ্যা দিয়ে সত্যকেও ভাবতে বাধ্য করার দক্ষতা অর্জন করেছেন- তা তো একদম হেলায় উড়িয়ে দেয়া যায় না!’

সবশেষ- মরিয়ম মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুষ্ঠু তদন্ত চাই এই ঘটনা। আর কোন নিরীহকে হয়রানি না করা হোক। মিথ্যাকে সত্য বলার আগে যেন একটিবার হলেও আমরা চিন্তা করে!